Saturday, December 28, 2013

মা

ma00
মনের কোনে দুখের ছায়া জেগে উঠেছে ওই,
সেদিন থেকে মা দেখি না,বল না মা কই?
ফুল পাখি আর খুকা-খুকুরা কত সুন্দর হাসে,
সবার সাথে মায়ের আদরে সুখ-বিলাসে ভাসে।
মা বলে ডাকি যখন নানুর চোখে অশ্রু তখন,
মাকে ডাকলে নানু কেন মুখটি ঢেকে রাখে
সেদিন থেকে কেন যে আর ফুল ফুটে না শাখে?
মা বলা ডাকটি যেন মনে জ্বালাত আলো,
তার অভাবে আমার মনে নেমে এল কালো।
ভোর বেলাতে পূব আকাশে সূয্যি জ্বালায় বাতি,
সে আলোতে মন ভরে না,থেকেই যায় রাতি।
ফুল সুবাসে মন জেগে রয়,রাত হয়ে যায় পার,
বল নানু!কবে আমার মা আসবে আবার?
রেটিং করুন:
Rating: 3.0/5 (1 vote cast)
Rating: +1 (from 1 vote)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৬ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৮ জন মন্তব্যকারী

  1. এস. এম. কামরুল আহসান : ০১-০৬-২০১৩ | ২১:৩৭ |
    Delete
    মা, মায়ের জন্য সব, আর মায়ের জন্য ভালোবসা জীবনের বড় অহংকার।
    আপনার মা কবিতা খুব ভালো লেগেছে।
    শুভকামনা সকল মায়েদের জন্য। Heart
  2. তোফায়েল আহমদ : ০১-০৬-২০১৩ | ২৩:১৯ |
    Delete
    মায়ের অভাব কিছুতেই পূর্ণ হবার নয়। মা মা ই। পৃথিবীতে মায়ের কোন তুলনা হয় না।
    ধন্যবাদ লেখক Rose
  3. বৈশাখী ঝড় : ০২-০৬-২০১৩ | ১৪:৫৯ |
    Delete
    ‘মা’ যার নেই সে বোঝে মায়ের কি কষ্ট। আমি বুঝি মা হারানোর কত কষ্ট।
    মা’কে ভালোবাসুন মন, প্রাণ দিয়ে।
    ধন্যবাদ কবি

No comments:

Post a Comment