মনের কোনে দুখের ছায়া জেগে উঠেছে ওই,
সেদিন থেকে মা দেখি না,বল না মা কই?
ফুল পাখি আর খুকা-খুকুরা কত সুন্দর হাসে,
সবার সাথে মায়ের আদরে সুখ-বিলাসে ভাসে।
মা বলে ডাকি যখন নানুর চোখে অশ্রু তখন,
মাকে ডাকলে নানু কেন মুখটি ঢেকে রাখে
সেদিন থেকে কেন যে আর ফুল ফুটে না শাখে?
মা বলা ডাকটি যেন মনে জ্বালাত আলো,
তার অভাবে আমার মনে নেমে এল কালো।
ভোর বেলাতে পূব আকাশে সূয্যি জ্বালায় বাতি,
সে আলোতে মন ভরে না,থেকেই যায় রাতি।
ফুল সুবাসে মন জেগে রয়,রাত হয়ে যায় পার,
বল নানু!কবে আমার মা আসবে আবার?
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
আপনার মা কবিতা খুব ভালো লেগেছে।
শুভকামনা সকল মায়েদের জন্য।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
স্বাধীনভাবে মতামত প্রদানের অনুমতি দিন
ভালো থাকুন।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
ধন্যবাদ লেখক
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
মা’কে ভালোবাসুন মন, প্রাণ দিয়ে।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
শুভেচ্ছা জানবেন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
স্বাধীনভাবে মতামত প্রদানের অনুমতি দিন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন