Saturday, December 28, 2013

ছড়া নিয়ে ছড়া

ছড়িয়ে আছে ছড়ার কলি
ছড়াকারদের দৃষ্টিতে;
ছড়ার গায়ের শব্দ কাপড়
ভিজিয়ে দেয় বৃষ্টিতে।
ছড়ার হাসি সাদা কাগজে
ভরিয়ে দেয় পাঠক মন;
ছড়ার ছন্দে পড়ার আনন্দে
দোলে উঠে মনের কোণ।
ছড়া তোমার শব্দ বৃক্ষে
অঙ্কুরিত সবুজ পাতা;
সাদা কাগজের শূণ্য বুকে
অঙ্কিত হয় সুখ কথা।
ছড়া তোমার কাগজ বাড়ি
তোমায় বুকে জড়িয়ে;
তোমার ছন্দের মিষ্টি হাসি
শূণ্যতা দেয় ভরিয়ে।
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ২৪-১১-২০১২ | ১০:০৫ |
    Delete
    ছড়া নিয়ে ছড়া খানি লাগল বেশ ভাল
    ছন্দের গাথুনি মনের ছড়ালো সকাল বেলার আলো!!!
    ছন্দ দিয়ে ছন্দের প্রসংশা
    জাগায় মনে আশা????(হা হা হা)
    শুভ কামনা।
  2. ডা. দাউদ : ২৪-১১-২০১২ | ১৬:২০ |
    Delete
    ছড়া তোমার শব্দ বৃক্ষে
    অঙ্কুরিত সবুজ পাতা;
    সাদা কাগজের শূণ্য বুকে
    অঙ্কিত হয় সুখ কথা।
    অনন্ত কাল ধরে অঙ্কিত হোক সেই সুখ কথা
    আপনার কবিতার খাতায় Rose Rose Rose

No comments:

Post a Comment