Saturday, December 28, 2013

নববর্ষের নব চেতনা

nobo chetona
হৃদয়ের ঘুমন্ত ভালোবাসা জাগরিত করে;
এসো হে নবীন এসো হে প্রবীন একই মঞ্চ ‘পরে।
সব জড়তা আর দৈন্যতা ঝেড়ে ফেলে;
প্রকৃত ভালোবাসার প্রশান্ত আগুনে জ্বলে।
হিংসার অভিশপ্ত দাবানল নগ্ন পায়ে দলে;
ফুলের ভালোবাসার ডালি দাও তুলে।
মার্তৃভূমির বেদনাতুর লাল-সবুজের বুকে,
দেশকে রাখব মোরা ভালোবাসায়, চোখে চোখে
ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে;
একই সাথে থাকি সবে পরম ভালোবেসে
এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
রেটিং করুন:
Rating: 3.0/5 (1 vote cast)
Rating: +1 (from 1 vote)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মোঃ আমিনুল ইসলাম : ১৩-০৪-২০১৩ | ২৩:২৭ |
    Delete
    নতুন দিনের নতুন আশায়
    গত যত ভুল ভ্রান্তি
    বর্ষের প্রথম প্রভাতে
    ছুঁড়ে ফেলে ছুটব বিশ্বে
    আজ হতে আপন কাজে।
    নববর্ষের শুভেচ্ছা রইল।
  2. মুরুব্বী : ১৩-০৪-২০১৩ | ২৩:৩৩ |
    Delete
    এসো ভুলে যাই স্বার্থপরতার যত ছলনা;
    এই হোক নববর্ষের নবচেতনার উন্মাদনা।
    শুভ হোক বাংলা নববর্ষ। Smile

3 comments: