দুখের তুষারে আবৃত যখন
জীবনের সবুজ মাঠ;
নিঃসঙ্গ কোকিল ডাকে তখন
বসে মনে ব্যথার হাট।
জীবনের সবুজ মাঠ;
নিঃসঙ্গ কোকিল ডাকে তখন
বসে মনে ব্যথার হাট।
আশার পাখি্রা ডানা নেড়ে যখন
উড়বার চেষ্টায় রত;
চেয়ে দেখি মনের গহীন অরণ্যে
দুঃসময়ের ঝড় উদ্গত।
উড়বার চেষ্টায় রত;
চেয়ে দেখি মনের গহীন অরণ্যে
দুঃসময়ের ঝড় উদ্গত।
এরই মাঝে ভাসাতে হবে মোদের
জীবন নায়ের ভেলা;
দেখিতে দেখিতে শেষ হবে ধরায়
রঙ্গ রসের মেলা।
জীবন নায়ের ভেলা;
দেখিতে দেখিতে শেষ হবে ধরায়
রঙ্গ রসের মেলা।
বাঁচার তাগিদে পাহাড় সম বাধা
আসবে যখন ক্ষণে ক্ষণে;
অজেয় প্রয়াসে চলবে অভিযান
মহান স্রষ্টা রবে সনে।
আসবে যখন ক্ষণে ক্ষণে;
অজেয় প্রয়াসে চলবে অভিযান
মহান স্রষ্টা রবে সনে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
উড়বার চেষ্টায় রত;
চেয়ে দেখি মনের গহীন অরণ্যে
দুঃসময়ের ঝড় উদ্গত।
মুগ্ধ করলেন কবি।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
আসবে যখন ক্ষণে ক্ষণে;
অজেয় প্রয়াসে চলবে অভিযান
মহান স্রষ্টা রবে সনে।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট ক