Saturday, December 28, 2013

খুকি

উৎসর্গঃ বিশ্বের ঐ সকল কন্যা সন্তানদের প্রতি, যাদের জন্ম হবার খবরে তাদের মা-বাবার মুখমন্ডল কালো হয়ে গিয়েছিল।
lined01
ধরার বুকে রাত নেমেছে
আঁধারে ঘর কালো;
খুকি আমার জনম নিল
ঘর করিল আলো।
পাড়া পড়শি ভিড় করেছে
সবাই হাসি খুশি;
এ-নয়তো আমার ছোট খুকি
উদয় হলো শশী।
মা আমার নাতনী পেয়ে
হলেন মহা খুশি;
সুখ’ বন্যায় ভরে দিলেন
সকল মাসি পিসি।
খুকি আমার হচ্ছে বড়
মা-বাবার আদরে;
স্রষ্টা তোমার মহিমা গাই
সদা, চরাচরে।
আধো ভাষায় খুকি কভু
বাব্বা রবে ডাকে;
মাম্মা বলে ডেকে আবার
মাকে কভু হাঁকে।
কন্যা’ জনম শুনতে পেয়ে;
যে করে মুখ ভারি।
শুনুন এবার বিশ্ববাসী;
তার তরে মোর আড়ি।
আসুন এবার সবাই মিলে
শপথ করে বলি;
পুত্র-কন্যা সমান ভেবে
আনন্দে পথ চলি।
যোগ্য করে কন্যা সন্তান
যদি গড়ে তুলি;
সসম্মানে বাঁচব সবাই
দুঃখ সবই ভুলি।
lined1
রেটিং করুন:
Rating: 5.0/5 (1 vote cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আনু আনোয়ার : ০৭-০৪-২০১৩ | ১:০৭ |
    Delete
    খুব ভাল লাগল।
    কন্যার পিতাদের জন্য হাদীসে বিশেষ প্রনোদনা রাখা হয়েছে।
    কন্যার জন্ম পিতার সৌভাগ্য।
  2. মুরুব্বী : ০৭-০৪-২০১৩ | ১১:৪৫ |
    Delete
    তুই কি আমার পুতুল
    তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে
    যাকে নিয়ে স্বপ্ন আমার ঝড়ত দু’চোখ বেয়ে
    নতুন নতুন করে তোকে যতই সাজাতাম
    ভরত না মন দিতাম কত নতুন নতুন নাম।।
    আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে
    তবু কেন জল আসেরে আমার দু’চোখ বেয়ে
    কাজের থেকে ফিরতে আমার হয়ত হলে
    না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে
    কি খুশি যে হতিস রে তুই,কি খুশি যে হতিস রে তুই
    আমার আসা দেখে ।
    হাত দু’টোকে এগিয়ে দিতিস মায়েরই কোল থেকে
    সেই দু’হাত গিয়েছে আজ মেহেদি রং ছেয়ে
    তবু কেন জল আসেরে আমার দু’চোখ বেয়ে ?
    দুষ্টুমি তোর স্কুলে যেতে, স্কুলের থেকে ফিরে
    মাতিয়ে দিতিস সারাবাড়ী ছন্দ সুরের নীড়ে
    আবার যখন সন্ধ্যা হতো যেতিস ঠাকুর ঘরে
    সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিতিস শ্রোতকথা পড়ে
    আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল চেয়ে
    তবু কেন জল আসেরে আমার দু’চোখ বেয়ে ?
    আর কোনদিন কাজের থেকে ফিরতে দেরী হলে
    আর কখনো পারবি নারে জাগতে মায়ের কোলে
    সকাল-সাজের দুষ্টুমি তোর আর যাবেনা দেখা
    যা যা ছিল সবই রবে,,,শুধু রইব আমি একা—-
    লজ্জা এলো লালচেলী আর সিথিঁর সিধুর বেয়ে
    কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে
    কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে।।
    নস্টালজিক হলাম প্রিয় বন্ধু। Heart

No comments:

Post a Comment