মনোভূবনে অন্ধ কোনে
আলোর মশাল জ্বালব,
এই আলোতে সবার তরে
আন্ধকার দূর করব।
মনোআঙ্গিনায় পুষ্পোদ্যান
সবার তরে গড়ব,
স্নিগ্ধ সুবাস জমিয়ে রেখে
দিতে তোমায় খুঁজব।
রচব আমি সযতনে
ভালোবাসার কাব্য,
কথার মালা গাথব যাহা
সবার তরে শ্রাব্য।
তোমায় আমি কথা দিলেম
হবো না কভু পর,
প্রতিহিংসার অনলে জ্বলে
ভাঙব না তোমার ঘর।
অকৃত্রিম ভালো বাসায়
তোমায় বেঁধে রাখব,
জীবন নদীর কঠিন বাঁকে
আপন হয়ে থাকব।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
তোমায় বেঁধে রাখব,
জীবন নদীর কঠিন বাঁকে
আপন হয়ে থাকব।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
ভালো থাকুন।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
কথা যেন রাখেন
শুভ সকাল
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
শুভেচ্ছা জানবেন।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
শুভেচ্ছা জানবেন।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
স্বাধীনভাবে মতামত প্রদানের অনুমতি দিন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন