Saturday, December 28, 2013

কথা দিলাম

boy1
মনোভূবনে অন্ধ কোনে
আলোর মশাল জ্বালব,
এই আলোতে সবার তরে
আন্ধকার দূর করব।
মনোআঙ্গিনায় পুষ্পোদ্যান
সবার তরে গড়ব,
স্নিগ্ধ সুবাস জমিয়ে রেখে
দিতে তোমায় খুঁজব।
রচব আমি সযতনে
ভালোবাসার কাব্য,
কথার মালা গাথব যাহা
সবার তরে শ্রাব্য।
তোমায় আমি কথা দিলেম
হবো না কভু পর,
প্রতিহিংসার অনলে জ্বলে
ভাঙব না তোমার ঘর।
অকৃত্রিম ভালো বাসায়
তোমায় বেঁধে রাখব,
জীবন নদীর কঠিন বাঁকে
আপন হয়ে থাকব।
রেটিং করুন:
Rating: 1.0/5 (1 vote cast)
Rating: -1 (from 1 vote)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. বৈশাখী ঝড় : ০৩-০৬-২০১৩ | ১০:২২ |
    Delete
    অকৃত্রিম ভালো বাসায়
    তোমায় বেঁধে রাখব,
    জীবন নদীর কঠিন বাঁকে
    আপন হয়ে থাকব।
    খুব সাবলীল উচ্চারণ। প্রিয়ার ভালবাসায় ভরপুর হয়ে থাক আপনার জীবন।

No comments:

Post a Comment