পান্তা ভাত আর ইলিশ ভাজা
পহেলা বৈশাখের ভোর বেলা;
বাংলা প্রথায় তারুণ্যের জোয়ার
আনন্দঘন সময়, জমে মেলা।
পহেলা বৈশাখের ভোর বেলা;
বাংলা প্রথায় তারুণ্যের জোয়ার
আনন্দঘন সময়, জমে মেলা।
আয়রে আয় তোরা কে আচিস
নতুন প্রভাতে করি প্রতিজ্ঞা;
আত্মপর এসব কিছু ভুলে
স্বদেশ গড়ায় হোক অনুজ্ঞা।
নতুন প্রভাতে করি প্রতিজ্ঞা;
আত্মপর এসব কিছু ভুলে
স্বদেশ গড়ায় হোক অনুজ্ঞা।
নবচেতনার প্রত্যয় আলোয়
জ্বলে উঠি সব আপন মনে;
স্বার্থপরতা আর ধর্ম-বর্ণ ভুলে
আত্মত্যাগী হই প্রতিক্ষণে।
জ্বলে উঠি সব আপন মনে;
স্বার্থপরতা আর ধর্ম-বর্ণ ভুলে
আত্মত্যাগী হই প্রতিক্ষণে।
হাতে হাত রেখে অহিংস আবিরে
রাঙিয়ে দেই আপনার মন;
ভালোবাসার রঙে রাঙ্গাই
বাংলা মায়ের দুখিনী চরণ।
রাঙিয়ে দেই আপনার মন;
ভালোবাসার রঙে রাঙ্গাই
বাংলা মায়ের দুখিনী চরণ।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
এই সদস্যের ভবিষ্যত সব পোস্ট মডারেট করুন
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”
স্বাধীনভাবে মতামত প্রদানের অনুমতি দিন