Saturday, December 28, 2013

কেন?

keno
পড়ন্ত বিকেলে ম্লান হওয়া সূর্যটা
যেন একটি সোনালী থালা;
পৃথিবীর পথে হেঁটে হেঁটে যেন
কোন অনন্তের পথে চলা।
ক্লান্ত ডানায় কিচিরমিচির পাখীর ঝাঁক
ফিরে আসে নিজ বাসায়;
জীবন যুদ্ধে রণতূর্য বাজিয়ে চলছি
কত না সুখের আশায়!
সময়ের অদৃশ্য নায়ে আশার পাল উড়িয়ে
এই যে সুখ-বানিজ্যে চলেছি সদা;
কখন যে ডুবে যায় বানিজ্যের ডিঙ্গি খানি
প্রকৃত লাভবান হব কী তদা!
কিসের নিমিত্তে, সৃজিল স্রষ্টা মোরে
জানতে কী চেয়েছি কভু!
অপূর্ব সুন্দর জ্ঞানী করে সৃজিল ইনসান
কেন? কোন সে মহান প্রভু?
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ১৬-১১-২০১২ | ১১:৩৫ |
    Delete
    কিসের নিমিত্তে, সৃজিল স্রষ্টা মোরে
    জানতে কী চেয়েছি কভু!
    অপূর্ব সুন্দর জ্ঞানী করে সৃজিল ইনসান
    কেন? কোন সে মহান প্রভু?
    প্রশ্নগুলো ভাবাচ্ছে।
    শুভ কামনা।
  2. ডা. দাউদ : ১৬-১১-২০১২ | ১২:০৩ |
    Delete

No comments:

Post a Comment